চোখ খোলা থাকুক 👁️

👁️ চোখ খোলা থাকুক 👁️

রাত তখন ২টা ৪৭ মিনিট। পুরনো “সেনবাড়ি”র সামনের রাস্তা নিস্তব্ধ। কুকুরের ডাকে দূরের গাছগুলোও যেন কেঁপে উঠছে।

রিফাত, শহর থেকে গ্রামে এসেছে ভিডিও বানাতে। লোকজন বলে—এই বাড়িটায় নাকি কেউ আসে না। কেন? কারণ এখানে “দরজা খুলে যায়… নিজে থেকেই।”

রিফাতের হাতে মোবাইল, ক্যামেরা অন। সে ঢুকল ভেতরে—দরজাটা কর্কশ আওয়াজে কাঁপতে কাঁপতে খুলল। ভেতরে হালকা ধুলো উড়ছে… এক দেয়ালে কালো হাতের ছাপ।

(ফিসফিস শব্দ...) — “পেছনে তাকিও না…”

রিফাত থেমে গেল। কিন্তু কৌতূহল জয় করল ভয়কে—সে পেছনে তাকাল। কেউ নেই। শুধু বাতাস।

হঠাৎ মোবাইলের স্ক্রিন ব্ল্যাক হয়ে গেল। সে আবার চালু করতেই স্ক্রিনে দেখা গেল— নিজের মুখ, কিন্তু চোখ দুটো অন্য কারও! কালো, গভীর, ফাঁকা চোখ… যেন তাকিয়ে আছে স্ক্রিনের ওপার থেকে!

রিফাত চিৎকার দিতে চাইল, কিন্তু গলা শুকিয়ে গেছে। একটা মেয়ের কণ্ঠ শোনা গেল—

(খুব ধীরে) — “আমি তো বলেছিলাম… পেছনে তাকিও না।”

সে ঘুরে দাঁড়াল। দরজাটা বন্ধ। জানালা বন্ধ। তবুও কেউ পাশেই নিঃশ্বাস নিচ্ছে। ধীরে ধীরে… গরম নিঃশ্বাস গাল ছুঁয়ে গেল।

রিফাত শেষবারের মতো দরজা খুলে দৌড়াতে চাইল, কিন্তু দরজায় নিজেরই ভিডিও ফুটেজ ঝুলছে— সে নিজেই দাঁড়িয়ে আছে দরজার ওপাশে…

আর ফিসফিস করছে— “চোখ খোলা থাকুক… এখন আমি তোমার ভেতরে।”

🎬 শেষ নয়। আজও কেউ যদি সেই “সেনবাড়ি”র পাশ দিয়ে যায়,
শোনা যায় রিফাতের ভয় পাওয়া নিঃশ্বাস…
আর মোবাইলের ফ্ল্যাশ একবার জ্বলে ওঠে— যেন কেউ এখনো ভিডিও করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ