👻 কালো দালানের ছায়া
একটা অজপাড়া গ্রামে ছিলো এক ভাঙাচোরা দালান। লোকজন বলত—ওখানে নাকি কেউ ঢুকলে বাঁচে না। কারও না কারও কান্নার শব্দ শোনা যায়, রাত বারোটার পর ভেতর থেকে দরজা নিজেরাই বন্ধ হয়ে যায়।
রাতে সাহস করে এক কিশোর ঢুকল ভেতরে। মোমবাতি জ্বেলে এগোতে লাগল অন্ধকার দালানের ভেতর। হঠাৎ পিছন থেকে ভেসে এল—
“ফিরে যা...”
গলার স্বরটা ছিল ঠান্ডা, কর্কশ, আর কানে লাগতেই তার শরীর অবশ হয়ে গেল। সে ঘুরে দাঁড়ালো— কেউ নেই। শুধু দেয়ালে ছায়া নড়ছে, অথচ মোমবাতির শিখা একটুও কাঁপছে না।
এক পা বাড়াতেই দরজা ধপ করে বন্ধ হয়ে গেল। মোমবাতি নিভে গেল এক ঝলক হাওয়ায়। অন্ধকারে হঠাৎ সে অনুভব করল, কারও ঠান্ডা আঙুল তার গলায় ধরা... আর ঠিক সেই মুহূর্তে গোটা গ্রামজুড়ে শোনা গেল তার শেষ চিৎকার।
সকালে গ্রামবাসীরা শুধু দেখল দালানের ভেতর ছড়ানো মোমবাতির ভাঙা টুকরো আর দেয়ালে রক্তের মতো লাল দাগ— যেন কেউ ভেতর থেকে নখ দিয়ে লিখে গেছে—
“আমি ফিরতে বলেছিলাম...”

0 মন্তব্যসমূহ